1. admin@doinikutshorgobangla.com : admin : Utshorgo Bangla
সোমবার, ২২ জুলাই ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা উত্তর জোন কমিটি গঠন। রাজশাহীর পুঠিয়ায় বিএনপি,জামাত এর নৈরাজ্যর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুঠিত। আওয়ামী লীগ নেতা আতিকের বাগাতিপাড়ায় উন্নয়ন প্রচার মিছিল অনুষ্ঠিত। কালিহাতীতে যুব লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে ০৯ কেজি গাঁজা উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ লাইফ রক্তদান সংস্থা’ এর বৃক্ষরোপন কর্মসূচী। বাগাতিপাড়ায় আওয়ামী লীগ নেতা আতিকের উন্নয়ন প্রচার মিছিল অনুষ্ঠিত। হোসেনপুরে স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর। উন্নয়নের ধারা যখন স্রতেরমত বয়ে চলছে, তখন দেশবিরোধী করে কোন লাভ নাই -এমপি মনসুর রহমান। লালপুরে চিকিৎসকে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ।

রাজারহাটে জমি নিয়ে প্রতিবেশীকে মারপিট করে হত্যার হুমকির অভিযোগ।

মো সজিব ইসলাম রাজারহাট উপজেলা প্রতিনিধি, কুড়িগ্রাম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৭৭ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাটে জমাজমির বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর ও হত্যার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মিজানুর রহমান পাটোয়ারী। থানার অভিযোগ সুত্রে জানা যায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ছত্রজিত মৌজার জে এল নং ৭৩ খতিয়ান ৩০৪ দাগ নং ৮৯৪/৯৫ দাগে ৯৮ শতাংশের মধ্যে সাড়ে ৩২ শতাংশ জমি পৈত্রিক সুত্রে প্রাপ্ত মিজানুর রহমান পাটোয়ারী ভোগ দখল করে আসছেন। উক্ত জমির উপরে টিন সেডের ঘড় নির্মাণ করে মাছ চাষ সহ আশপাশে কৃষি জমির দেখাশোনার জন্য বিশ্রাম নিতেন। ঘটনার দিন ২২শে আগস্ট রাত আনুমানিক ১১ঃ০০ঘটিকায় বিবাদী বৈদ্যের বাজারের ভোলা মাহমুদের ছেলে আবুল হাশেম কানা(৬০)অজ্ঞাত কয়েক যুবক হেলমেট পরিহিত সহ বাদী মিজানুর রহমান পাটোয়ারীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে জমির দখল নিতে বিবাদী আবুল হাশেম কানা বাদী মিজানুর রহমান পাটোয়ারী কে হত্যার হুমকি সহ নানা রকম ভয় ভীতি দেখিয়ে চলে যান। এই ঘটনায় মিজানুর রহমান পাটোয়ারী বাদী হয়ে ঘটনার পরের দিন রাজারহাট থানায় আবুল হাশেম কানা কে প্রধান করে অজ্ঞাত কয়েকজন যুবকের নামে অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান পাটোয়ারী বলেন আমার উপর অতর্কিত হামলা করলে আমি ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ আসে,পুলিশ ঘটনা স্থলে এসে আমাকে থানায় লিখিত অভিযোগ দিতে বললে আমি গত ২৩/৮/২৩ ইং তারিখে রাজারহাট থানায় লিখিত অভিযোগ করি।

বিবাদী আবুল হাশেম কানা বলেন,আমি মিজানুর রহমান পাটোয়ারীর জমি দখল করিনি,আমি উক্ত দাগ খতিয়ানে জচীন্দ্রনাথের ছেলের কাছ থেকে জমি ক্রয় করেছি।

রাজারহাট থানার এএসআই হাসান বলেন বাদীর অভিযোগের প্রেক্ষিতে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি,আরও নিবির তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক উৎসর্গ বাংলা © অনুমতি ছাড়া এই ওয়েব সাইটে সংবাদ,আলোকচিত্র,অডিও,ভিডিও,যেকোনো লেখা,ছবি আপলোড ও কপি করা বে-আইনি এবং নিজস্ব নিউজ তৈরি সহ বিজ্ঞাপন প্রচার করা হয়।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park